সালমানকে হুমকি দেওয়া সেই যুবক আটক

বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি দেওয়া যেন এখন একেবারে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একের পর এক হুমকির ঘটনায় বর্তমানে জীবনহানির আতঙ্ক নিয়ে দিন কাটছে তার। এরই মধ্যে আবারও নতুন হুমকি পেলেন এই তারকা অভিনেতা।

গত সোমবার মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তরে একটি হোয়াটস্‌অ্যাপ বার্তা আসে, যেখানে বলা হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে সালমান খানের গাড়ি এবং হামলা চালানো হবে তার আবাসনে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়েই পুলিশ তদন্তে নামে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক, ময়াঙ্ক পাণ্ড্য, এই হুমকি বার্তা পাঠান বলে জানা যায়।

হোয়াটস্‌অ্যাপের মাধ্যমেই তিনি এই হুমকি দিয়ে বার্তা পাঠান। পরে তাকে সেখান থেকেই আটক করে পুলিশ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এর আগেও অভিনেতাকে ঘিরে আশঙ্কার কথা উঠে এসেছে। গত শনিবার এক জ্যোতিষী সতর্ক করে জানান, কড়া নিরাপত্তার মাঝেও চলতি বছরের শেষে সালমান খানের প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আরও চমকে দেওয়ার মতো দাবি করেন তিনি—এই বিপদের পেছনে থাকতে পারে সালমানেরই ঘনিষ্ঠজনরা।

জ্যোতিষীর মতে, সালমানের নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়তাকারীরাই হতে পারেন তার সবচেয়ে বড় শত্রু। তারাই হয়তো ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন। তবে সেই বিপদ কাটিয়ে উঠতে পারবেন বলেও আশ্বাস দেন তিনি।

এত হুমকির পরও সালমান খান এখনও কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। তবুও একের পর এক এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে তার অনুরাগী মহলে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply