বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলি খান ও অভিনেতা কুনাল খেমুরের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে। ২০০৯ সালে ‘ঢুন্ডতে রেহ যাওগে’ সিনেমার সেটে এই জুটির প্রেম শুরু হয়েছিল। তারপর ২০১৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা ১০ বছর ধরে সুখী সংসার করছেন এবং কন্যাসন্তানের বাবা-মা।
সোহা ও কুনালের সম্পর্ক শুরু হয়েছিল চলচ্চিত্রের মধ্যে। কিন্তু তাদের সম্পর্ক তৈরির পেছনে ছিল একাধিক চ্যালেঞ্জ। দীপাবলি ও হোলি উৎসবে কুনালের সঙ্গে সোহা অংশগ্রহণ করতেন এবং সেগুলোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। তবে, তার এই পোস্টগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে কটাক্ষের ঝড় উঠেছিল।
সোহা আলি খান তার সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করার পর থেকেই নানা মন্তব্যের শিকার হন। বিশেষ করে, তিনি একজন মুসলিম, তবে কুনাল খেমুরকে বিয়ে করেছেন যিনি হিন্দু ধর্মাবলম্বী। সেই কারণে, সোহা নিয়মিতভাবে ধর্মীয় সমালোচনার সম্মুখীন হন। তাকে প্রশ্ন করা হয়, রমজানে রোজা রাখেন কিনা, অথবা তিনি কেমন মুসলিম, এসব প্রশ্ন আসে তার দিকে।
তবে সোহা আলি খান এসব সমালোচনায় একেবারেই প্রভাবিত হন না। অভিনেত্রী জানান, “আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিছু যায়-আসে না।” তিনি আরো বলেন, “কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন। তার কারণ— আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মায়েরও হিন্দু পদবি। তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন।”
সোহা আলি খান এসব সমালোচনার প্রতি বিন্দুমাত্র ভাবেন না, তবে তিনি বিষয়গুলো লক্ষ করেন। তিনি বলেন, “দীপাবলিতে আমি কিছু পোস্ট করলেই ওরা প্রশ্ন করেন— আপনি কেমন মুসলিম? রমজানে কয়টা রোজা রাখেন?” তবে এসব মন্তব্য তার কাছে গুরুত্বহীন। সোহা সবকিছু লক্ষ্য করলেও সেগুলোর প্রভাব তার উপর পড়ে না।
সোহা আলি খান ও কুনাল খেমুরের সম্পর্কের শুরু থেকে আজ পর্যন্ত তারা নিজেদের সুখী জীবনের জন্য পরিচিত। যদিও তাদের ধর্মীয় পরিচয়ে কটাক্ষ শুনতে হয়, তবুও সোহা একেবারেই এসব সমালোচনায় প্রভাবিত হন না। তাদের সম্পর্কের শক্তি তার প্রমাণ।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর