পাকিস্তানের পররাষ্ট্রসচিব আজ ঢাকায় আসছেন

দেড় দশক পর পররাষ্ট্রসচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে আজ বুধবার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বৈঠকের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ সংযুক্তিসমূহ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বৈঠক শেষে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। এরপর পাকিস্তানি পররাষ্ট্রসচিব আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

সন্ধ্যায় আমনা বালুচের সম্মানে রাজধানীর বারিধারায় আয়োজিত একটি বিশেষ নৈশভোজে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিরা।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুনভাবে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply