সুবিধা করেতে পারেনি সিকান্দার!

বলিউড সুপারস্টার সালমান খানের সময়টা একদমই ভালো যাচ্ছে না। একদিকে একের পর এক হত্যার হুমকি, অন্যদিকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। সবমিলিয়ে যেন চাপে চাপে ভেঙে পড়ছেন না ঠিকই, বরং নিজের নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন ‘ভাইজান’।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শাহরুখ খানের ‘জাওয়ান’ মুক্তির ১৬ দিনের মাথায় আয় করেছিল ৮৯০ কোটি রুপি, যেখানে সালমান খানের ‘সিকান্দার’ আয় করেছে মাত্র ১০৯.৩৯ কোটি টাকা। এই তুলনা সামনে আসতেই বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে—সালমানের ক্যারিয়ার কি তবে শেষ?

তবে সালমান খান যেন এসব আলোচনা পাত্তা দিচ্ছেন না। তিনি আবারও পুরনো দাপটে বলিউডে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন। ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েলের কাজ ইতোমধ্যেই শুরু করেছেন সালমান নিজে। নিজেকে নতুনভাবে গড়তে শরীরচর্চায় মন দিয়েছেন। ১৪ এপ্রিল তিনি নিজের জিম সেশনের দুটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।” তবে কাকে এই ধন্যবাদ—নিজেকে, ভক্তদের, না কি কারো প্রতি ব্যক্তিগত বার্তা—তা তিনি স্পষ্ট করেননি।

ছবিতে তার ঘামঝরা শরীর এবং মনোযোগী চোখ বলছে, তিনি ফিরে আসতে প্রস্তুত। সেইসাথে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দারুণ ইতিবাচক। কেউ লিখেছেন, “আবারও নতুনভাবে ফিরে আসুন বস।” কেউবা বলেছেন, “আপনার শত্রুদের দেখিয়ে দিন।” আরেকজন মন্তব্য করেছেন, “আপনাকে আবার আগের মতো দেখতে চাই।”

সালমান খানের ‘সিকান্দার’-এ তার বিপরীতে ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কিন্তু তারকাখচিত এই সিনেমাও দর্শকদের মন জয় করতে পারেনি। ফলে বলিউডে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে।

এদিকে সম্প্রতি সালমান খানের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো একটি বার্তায় জানানো হয়, সালমানের গাড়িতে বোমা রাখা হয়েছে এবং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় তৎক্ষণাৎ ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়।

হুমকির পেছনে থাকা ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে পুলিশ। গুজরাটের ভদোদরা জেলা থেকে গ্রেপ্তার করা হয় ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডেকে। পুলিশ জানিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ।

সব মিলিয়ে সালমান খানের জন্য সময়টা বেশ কঠিন। কিন্তু তিনি যেভাবে নিজেকে তৈরি করছেন এবং ঘুরে দাঁড়ানোর সংকল্প দেখাচ্ছেন, তাতে ভক্তদের আশার আলো এখনো ম্লান হয়নি।

বলি ইন্ডাস্ট্রি কি আবারও ‘ভাইজান’-এর দাপট দেখতে পাবে? সেই উত্তর সময়ই দেবে।

তথ্যসূত্র: এনডি টিভি ও টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply