আলোচিত-সমালোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে এবার আদালতে সরাসরি মামলা করেছেন তার বাসার গৃহকর্মী পিংকি আক্তার। এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে চলতি মাসে ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে এ মামলা করা হয়। অভিযোগে নাম উঠে এসেছে সংগীতশিল্পী শেখ সাদীরও।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, পিংকি আক্তার একটি শিশু দেখাশোনার চুক্তিতে পরীমণির বাসায় নিয়োজিত হন। তবে বাস্তবে তাকে দুটি শিশুর দেখভাল ছাড়াও রান্না ও গৃহস্থালির বিভিন্ন কাজ করতে বাধ্য করা হতো।
২০২৫ সালের ২ এপ্রিলের ঘটনাটির বিবরণে বলা হয়েছে, পরীমণি মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে বাচ্চার জন্য দুধ তৈরি করা নিয়ে পিংকির ওপর চড়াও হন। অভিযোগে পিংকি উল্লেখ করেন, পরীমণি তাকে বলেন—“তুই আমার বাচ্চার জন্য দুধ কেন বানাচ্ছিস, এখন তুই ওকে সলিড খাবার দিবি।” এই কথা বলেই নায়িকা অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। পিংকির দাবি অনুযায়ী, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
পরদিন ৩ এপ্রিল পিংকি আক্তার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে তার অভিযোগ, পুলিশ কোনো ধরনের সহায়তা করেনি। পুলিশের নীরব ভূমিকার কারণে পরে তিনি আইনজীবীর পরামর্শে আদালতের দ্বারস্থ হন এবং সরাসরি মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত পরীমণির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে আগেই তিনি গণমাধ্যমকে বলেছিলেন, “এই অভিযোগের কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।”
মামলার অভিযোগপত্রে গৃহকর্মী পিংকি সংগীতশিল্পী শেখ সাদীর নামও উল্লেখ করেছেন। তবে অভিযোগে তার ভূমিকা কী ছিল, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
দেশের বিনোদন অঙ্গনে এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে আইনগতভাবে নিষ্পত্তির আহ্বান জানালেও সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই পক্ষ-বিপক্ষের মতামত উঠে আসছে।
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর সরাসরি মামলার এ ঘটনায় পুনরায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই অভিনেত্রী। তদন্তে সত্য উদঘাটন হলে বিষয়টির আসল চিত্র স্পষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ