নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। এই জয়ে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও জোরালো হলো।
মঙ্গলবার লাহোরের স্পোর্টস কমপ্লেক্স মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা ও ওপেনার ফারজানা হক গড়েন ১০৩ রানের দুর্দান্ত জুটি। শারমিন ৭৯ বলে ৫৭ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চারের মার। ফারজানার ব্যাট থেকে আসে ৮৪ বলে ৫৭ রান, তিনি মারেন ৬টি চার।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন এক ঝড়ো ইনিংস। ৫৯ বলে অপরাজিত ৮৩ রানে দলকে নিয়ে যান রেকর্ড স্কোরে। তার ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। ঋতু মনি ১২ রান ও ফাহিমা খাতুন ২২ বলে ২৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। সবমিলিয়ে বাংলাদেশ করে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৭৬ রান।
রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৩১ রানের মধ্যেই তারা হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর একে একে ১০২ রানে ষষ্ঠ এবং ১১০ রানে সপ্তম উইকেট হারিয়ে পড়ে যায় আরও চাপে।
এমন পরিস্থিতিতে লোয়ার মিডলে দাঁড়িয়ে যান স্কটল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঙালি ক্রিকেটার প্রিয়ানাজ চ্যাটার্জি। আট নম্বরে নামা এই ব্যাটার র্যাচেল স্লাটারের সঙ্গে গড়েন ১১৫ রানের জুটি। প্রিয়ানাজ ৬৩ বলে ৭টি চারে ৬১ রান করে আউট হন। অপরপ্রান্তে র্যাচেল স্লাটার অপরাজিত থাকেন ৬৩ রানে।
শেষদিকে প্রিয়ানাজ-র্যাচেল জুটি কিছুটা চাপ তৈরি করলেও জয় ধরে রাখে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে স্পিনার নাহিদা আক্তার ১০ ওভারে ৪০ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। জান্নাতুল নেন আরও ২ উইকেট। স্কটল্যান্ড ৯ উইকেট হারিয়ে থেমে যায় ২৪২ রানে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ২ উইকেটে জয় তুলে নেয় দলটি।
এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ নারী দল। সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখন আরও বাস্তব হয়ে উঠেছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ