বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা যেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কোনো মন্তব্য করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে ফের বাক্যবাণে বিদ্ধ হলেন এই ‘দাবিড়ি দিবিড়ি’ খ্যাত অভিনেত্রী।
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের পর উর্বশী রাউতেলা বলিউডে পা রাখেন এবং বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও অভিনয় করেছেন। সম্প্রতি তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ক্যারিয়ারের এই সফলতায় কিন্তু নানা বিতর্কও পিছু ছাড়ছে না।
উর্বশী রাউতেলা এবার নিজের বাবার সৌন্দর্য নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী বলেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও সুন্দর। আমার বাবাকেই দেখুন। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ফর্সা, সুন্দর এবং একেবারে সুপারমডেলের মতো।”
এছাড়া তিনি আরো বলেন, “উত্তরাখণ্ডের মানুষ সব দিক থেকেই সুন্দর। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতের যে কোনো অঞ্চলের মানুষের চেয়ে উত্তরাখণ্ডের বাসিন্দারা অনেক বেশি সুন্দর।” এ ধরনের মন্তব্যের পর তার প্রতি নেটিজেনদের সমালোচনা ও কটাক্ষের ঝড় ওঠে।
উর্বশী রাউতেলা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আরো বলেন, “আপনি আমার যা দেখছেন, সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ, জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিম কিছু করার প্রয়োজন পড়ে না।”
নিজের সৌন্দর্য নিয়ে আবারো বিতর্ক উত্থাপন করেন উর্বশী, যখন তিনি তার দিদিমার সৌন্দর্যের বর্ণনা দেন। তিনি বলেন, “আমার দিদিমা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তার বয়স এখন ৯০ বছর, কিন্তু এখনও তার মুখের ত্বক টানটান। আসলে সৌন্দর্য অনেকটাই জিনের উপর নির্ভর করে।”
উর্বশীর এই মন্তব্যের পর নেটিজেনরা তাকে বিভিন্নভাবে কটাক্ষ করেন। এক নেটিজেন বলেন, “আপনি সবসময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কীভাবে?” আরেক নেটিজেন মন্তব্য করেন, “আপনি নিজের জন্য একজন লোক নিয়োগ করুন, যিনি আপনার এসব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।”
উর্বশী রাউতেলার এই বিতর্কিত মন্তব্য তার প্রযোজনায় যথেষ্ট আলোচিত হয়েছে। যদিও তিনি তার বক্তব্যের পক্ষে সাফাই দিয়েছেন, তবে নেটিজেনদের কটাক্ষ থেকে রেহাই পাচ্ছেন না। তার এই পরিস্থিতি ভবিষ্যতে কেমন দিক নিবে, তা সময়ই বলবে।
তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ