ইরাকে প্রবল বালুঝড়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার

ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন প্রদেশে প্রবল বালুঝড় বয়ে যাওয়ার ঘটনায় শ্বাসতন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩ হাজার ৭৪৭ জন মানুষ। এ তথ্য নিশ্চিত করেছেন ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর।

মঙ্গলবার বাগদাদসহ দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহরে এই বালুঝড় আঘাত হানে। এর প্রভাবে অসংখ্য মানুষ শ্বাসকষ্টে ভোগেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যান। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বাগদাদ ও আল মুথান্না প্রদেশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাগদাদে ১ হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বাকি ১ হাজার ৮৫৯ জন রোগী দেশের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন। অসুস্থদের বেশিরভাগই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের একটি ক্ষুদ্র অংশ গুরুতর অবস্থায় ভর্তি হন এবং তাদের উচ্চতর চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাঈফ আল বদর জানান, “গুরুতর রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। দেশে ওষুধ, মেডিকেল সরঞ্জাম কিংবা অক্সিজেনের কোনো ঘাটতি নেই।”

তিনি আরও জানান, এই তীব্র ঝড়ে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তিদায়ক।

উল্লেখ্য, ইরাকে বালুঝড় একটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর মাত্রা ও ঘনত্ব বেড়ে গেছে। পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব ঝড় আরও ঘন ঘন দেখা দিচ্ছে।

জাতিসংঘের তথ্য মতে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় ইরাক রয়েছে পঞ্চম অবস্থানে।

তথ্যসূত্র: সমকাল

Leave a Reply