বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ফাইনালে

ফেডারেশন কাপের রোমাঞ্চকর সেমিফাইনালে রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর জয় নিশ্চিত করে তারা।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বিকেলে কিংস অ্যারেনায় খেলার ৭৫তম মিনিটে রহমতগঞ্জের একটি দারুণ গোলে এগিয়ে যায় দলটি। এই গোলে বসুন্ধরা কিংস পড়ে যায় চাপে।

তবে রহমতগঞ্জের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। গোল খাওয়ার সাত মিনিটের মধ্যেই বসুন্ধরার পক্ষে সাদ উদ্দিন একটি দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ থাকায় খেলা অতিরিক্ত সময়ের দিকে গড়ায়।

অতিরিক্ত সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বসুন্ধরার বদলি ডিফেন্ডার ইনসান হোসেন। তার জয়সূচক গোলে রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিংস।

এই জয়ের মাধ্যমে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হবে দেশের আরেক জনপ্রিয় ক্লাব আবাহনীর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply