মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে নিজেদের শক্তি-দূর্বলতা পরখ করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। তাই মে মাসের শেষ দিকে ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্টটি হবে জর্ডানে।
বাংলাদেশ-জর্ডানের বাইরে অপরদল হচ্ছে ইন্দোনেশিয়া। ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বাফুফে ভবনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “জুন-জুলাইয়ের বাছাই সামনে রেখে আমরা ভালো দেশের সাথে খেলার আয়োজনের চেষ্টা করছিলাম। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে সম্মত হতে পেরেছি। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুইটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে।”
বাংলাদেশের থেকে র্যাংকিংয়ে বেশ এগিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, যেখানে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ১৩৩তম অবস্থানে রয়েছে। এই শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে এশিয়ান বাছাই পর্বের দল সাজাতে কোচ পিটার বাটলারের সুবিধা হবে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, “আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কিভাবে তৈরি করতে হবে।”
বাংলাদেশের ১০জন ফুটবলার বর্তমানে ভুটান লিগে খেলতে গেছেন। ত্রিদেশীয় সিরিজে তাদের দেখা যাবে কিনা এমন প্রশ্নে কিরণ জানিয়েছেন, “কোচের সাথে এটা নিয়ে আলোচনা হয়নি। কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না। কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন। কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নিব।”
তবে কিরণ জানান, তিনি ভুটানে যাওয়া খেলোয়াড়দের সাথে কথা বলেছেন, বিশেষ করে সাবিনার সাথে। তিনি বলেন, “সে আমাকে বলেছে, পারো এফসির অনুশীলন সুবিধা ভালো। সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে। ফিট থাকবে। একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে, তখন ওরা দলের সাথে যোগ দিবে।”
এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ সঙ্গী স্বাগতিক মিয়ানমারসহ বাইরাইন ও তুর্কেমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ