দুর্নীতির অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ এবং অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদক তাদের আবেদনে উল্লেখ করে, নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন।
তারা আরও জানায়, বিপু তার এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধান প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে তার স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।
একই দিন, আদালত সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর স্ত্রীর নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন।
তাছাড়া, যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা প্রায় দেড় কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারে আদালতের এই পদক্ষেপ আলোচিত হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন সক্রিয় ভূমিকা পালন করছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ