ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতরা হলেন মো: নিজাম (৪০) ও মো: নজরুল (৪০)।
২৩ এপ্রিল রাত ১১টা থেকে ২৪ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালে ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে ইটভাটায় বিক্রির প্রমাণ পাওয়া গেলে আটককৃত দুইজনকে যথাক্রমে ৭ দিন ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অভিযানে ব্যবহৃত ৪টি ট্রাকও জব্দ করা হয়েছে, যেগুলো বর্তমানে বিআরটিএ’র হেফাজতে রাখা হয়েছে।
এই অভিযানে সহায়তা করেছেন সেনাবাহিনীর সদস্যরা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে।
তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ
রুইট নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর