ভোলার লালমোহন উপজেলায় নিখোঁজের চার দিন পর মো. শাহিন (৩০) নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় তেঁতুলিয়া নদীর চর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শাহিন চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদীর চর থেকে স্থানীয় এক বৃদ্ধ কৃষক তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় একটি ট্রলারে করে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার পরিচয় শনাক্ত হয়।
শাহিনের স্বজনদের ভাষ্যমতে, তিনি গত চার দিন আগে প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে আনন্দ বাজারে নিজ দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তবে এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, “চার দিন ধরে শাহিন নিখোঁজ ছিল। কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় তা এখনো অজানা। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। পরে শুনি, নাজিরপুরের চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।”
শাহিনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “শাহিন নামের একজন যুবককে নাজিরপুরের চর থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তথ্যসূত্র: কালের কণ্ঠ